আজ বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, সেনাবাহিনীতে যোগ দেওয়া হলো না হৃদয়ের

-Advertisement-

আরো খবর

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে সেনাবাহিনীতে সদ্য মনোনীত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা  ঘটে।
হৃদয় কালিহাতী উপজেলার  বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। পরিবারসহ তারা পৌর এলাকার  সাতুটিয়ায়  ভাড়া বাসায় বসবাস করতেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাধে মঙ্গলবার সকালে তার মায়ের সাথে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার শিখতে যান। গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -