প্রতিনিধি,কুষ্টিয়া:
কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবু জাফর মোল্লা। তিনি ট্রেড গ্রুপ হতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত পরিচালক। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ‘এ’ গ্রুপের হাজী মেজবার রহমান ও সহ-সভাপতি নির্বাচিত হলেন ‘বি’ গ্রুপের আলহাজ্ব কাজী রফিকুর রহমান রফিক। গত রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার ভবনে এই তিন পদে মনোনয়ন ক্রয় ও জমা দেয়ার সময় ছিল। শুধুমাত্র এই তিনজন তিনটি গুরুত্বপুর্ন পদে মনোনয়ন পত্র ক্রয় করেন এবং জমা দেন। আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন এ্যাড. মীর ছানোয়ার হোসেন এই তিনজনকে বিজয়ী ঘোষনা করেন। এর আগে শনিবার দিনব্যাপী চেম্বারের ‘এ’ গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপের ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হন। ‘এ’ গ্রুপের নির্বাচিত পরিচালকগন হলেন- মো: ফুয়াদ রেজা ফাহিম, মো: আখতারুজ্জামান ওরফে কাজল মজমাদার, হাজী মো: মেজবার রহমান, মো: মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, মো: জিহাদুজ্জামান জিকু, ইঞ্জি: মো: শাহাবুদ্দীন, ইমরান হোসাইন, হাজী মো: রবিউর রহমান, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, উত্তম সাহা, এস এম আলমগীর আলম, মো: হামিদুর রহমান। ‘বি’ গ্রুপের নির্বাচিত পরিচালকগন হলেন, শাকিল আহমেদ জালাল, কাজী রফিকুর রহমান রফিক, রুহুল আমিন, আবু মনি জুবায়েদ রিপন, রফিকুল ইসলাম ও পারভেজ মজমাদার। এদিকে নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিকে ফুল দিয়ে বরন করে নেন চেম্বারের নবনির্বাচিত পরিচালকগন। রবিবার বিকেলে চেম্বারের বর্তমান সভাপতি আবু জাফর মোল্লা নব নির্বাচিত পরিচালকদের ফুল দিয়ে বরন করে নেন। তিনি সকল পরিচালককে চেম্বারের আগামী দিনের সকল কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহন এবং সহযোগিতার আহবান জানান। ব্যবসায়ীদের স্বার্থসিদ্ধ বিষয়কে গুরুত্ব দিয়ে একটি কল্যাণকর চেম্বার গঠনে বিশেষ ভূমিকা রাখবেন বলে তিনি জানান। এদিকে নির্বাচন কমিশন মীর ছানোয়ার হোসেন জানান, ‘এ’ গ্রুপের নির্বাচনে বিজয়ী ইমরান হোসেন ৯০৪ ভোট পেয়ে ৭ম স্থান লাভ করেন। তবে ভোট গ্রহন শেষে ভুলক্রমে তার প্রাপ্ত ভোট ৮৭৩ উল্লেখ করা হয়েছিল। তিনি গতকাল নির্বাচনের ফলাফল সংশোধন করে এতথ্য জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম