আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

জমি বিরোধে সিংগাইর এসিল্যান্ড অফিসে হামলা, আহত পাঁচজন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,সিংগাইর (মানিকগঞ্জ): ‎ ‎

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল সোমবার উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসে হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‎ ‎ভুক্তভোগী পরিবার জানায়, ১৯৯৯ সালে তাদের চাচা সিরাজ উদ্দিন একটি জমি ক্রয় করেন। জমিটি তিনি নিজের (সিরাজ উদ্দিন) নাম ও  প্রথম পক্ষের স্ত্রীর প্রথম ছেলের (সুবন) নামে রেজিস্ট্রি করেন। ২০০০ সালে প্রথম পক্ষের সন্তান মারা যান। পরবর্তীতে ২০১৫-১৬ সালের দিকে বৈধ কাগজপত্র অনুযায়ী জমিটি বিক্রি করে দেন তাদের চাচা সিরাজ উদ্দিন। ‎ ‎অভিযোগ রয়েছে, দ্বিতীয় পক্ষের আরেক সন্তান নাহিদ হাসান বর্তমানে মৃত সন্তানের নাম ব্যবহার করে উক্ত জমির মালিকানা দাবি করছেন। এ নিয়ে ভূমি অফিসে একটি মিস কেস করা হয়। ‎ ‎ভুক্তভোগীদের দাবি, সমস্ত কাগজপত্র ও প্রমাণ তাদের পক্ষে থাকা সত্ত্বেও একদল দালাল ও প্রভাবশালীর সহায়তায় তাদের হয়রানি করা হচ্ছে। এসিল্যান্ড অফিসের নির্দেশে গতকাল সোমবার কাগজপত্র প্রদর্শনের জন্য তারা সিংগাইর এসিল্যান্ড অফিসে গেলে স্থানীয় একটি রাজনৈতিক দলের নামধারী নেতা নাহিদ হাসান (২৬), আবুল হোসেন (৪৮), শফিনুরসহ (৩৮) তাদের অনুসারী নিয়ে অফিসের ভেতরেই হামলা চালায়। এতে জুবায়েরসহ পাঁচজন গুরুতর আহত হন। আহতরা হলেন- মুসা খান,  নিরব মিয়া,  শাহ আলী,  জুবায়ের হোসেন ও সুমা আক্তার। ‎ ‎পরে এসিল্যান্ড অফিস থেকে থানায় কল দিলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। একই সঙ্গে হামলাকারীরা প্রকাশ্যে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ‎ ‎ভুক্তভোগী পরিবার বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -