আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে ৩০ পুড়িয়া হেরোইনসহ যুবক আ*টক

-Advertisement-

আরো খবর

মামুন আহমেদ জয়, ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপের সামনে থেকে ৩০ পুড়িয়া হেরোইনসহ কাউছার আহমেদ (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বিশ্বনাথ গোস্বামীর বাড়ির পূজামণ্ডপ এলাকায় এ অভিযান চালানো হয়। আটক যুবক উপজেলার সোমবাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূজামণ্ডপের আশপাশে ঘোরাঘুরি করছিলেন কাউছার। সন্দেহ হলে আনসার ও ভিডিপি সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করেন। পরবর্তীতে পুলিশকে খবর দিলে তাকে থানায় সোপর্দ করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আসিফ ইকবাল বলেন, “আমাদের সদস্যরা সন্দেহ হলে তাকে আটক করে এবং হেরোইন উদ্ধার করে। পরে পুলিশকে জানানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাদকসহ যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -