আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত আসর

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রেস বিজ্ঞপ্তি : আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, বিকেল ৪ টায়, জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ-হলে অনুষ্ঠিত হয় কবিতাপত্রের অনুষ্ঠান । আসরে সভাপতিত্ব করেন, কবিতাপত্রের সভাপতি কবি শাহীন চৌধুরী। আসারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক তারুন্যের কবি রেজাউদ্দিন স্টালিন। আসরের শুরুতে “কবিতায় ভাষার ব্যহার” নিয়ে আলোচনা করেন কবি আসাদ কাজল। কবিতা পাঠ করেন কবি নাজমূল হাসান, কবি সৈয়দ রনো,- কবি তন্ময় হারিস, কবি মিলি হক, কবি রফিক হাসান, কবি তারিফ রহমান, কবি বজলুর রায়হান, কবি মোজাফফর বাবু, কবি লিলি হক, কবি জয়নুল আবেদীন জয়, কবি নাসরীন গীতি, কবি আইয়ুব আনসারী, কবি আলী মাহমুদ , কবি আতিকুজ্জামান খান, কবি শ্যামলী মন্ডল, কবি নূরুল আলাম খোকন, কবি প্রসপারিনা সরকার, কবি জুহুরুল ইসলাম মঞ্জু, কবি সালাম জোবায়ের, কবি আহমদ মঈন, কবি আ, কা, আজাদ, কবি মোহাম্মদ শওকত আলী, কবি কামার ফরিদ, কবি মিলি হক, কবি চান মিয়া চান্দু, কবি কায়সার কামাল, কবি আতিকুল ইসলাম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -