মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ২৫ বিজিবি অধিনায়ক ল্যাঃ কর্নেল জব্বার আহমেদ পুজা মন্দির পরিদর্শন করেছেন । মঙ্গলবার দুপুর ১১ টার দিকে তিনি আখাউড়া পৌরশহরের রাধামাধব আখড়া পুজা মন্ডপ পরিদর্শনে আসেন। এসময় তিনি মন্দিরে অবস্থান করে পুজার কাজের নিয়োজিত থাকা পুরোহিতদের সাথে কথা বলেন এবং উপস্থিত সবার সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এর পাশাপাশি তিনি পুজা সম্পাদনে নিয়োজিত থাকা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে সার্বিক ভালো মন্দের খোঁজ খবর নেন এবং মন্দিরের অফিস কক্ষে অবস্থান করে পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।
মন্দির পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৩৮টি পুজা মন্ডপে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সার্বক্ষনিক টহল এবং প্রহরা দিয়ে যাচ্ছে । আমাদের জানা মতে এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং সামনেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমরা বিশ্বাস করি । এইবার প্রত্যেকেই অত্যন্ত স্বাচ্ছন্দে ও নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করবে। তিনি বলেন, বিজয়া দশমীর পরদিন পর্যন্ত বিজিবি টহল অব্যাহত থাকবে।এসময় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম