মোঃ ফিরোজ প্রধান,সাদুল্লাপুর, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতের নেতা–কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনার চত্বরে সমবেত হন। সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল রেজার চাতালে গিয়ে শেষ হয়।
প্রোগ্রামটির সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী থানা আমির মোঃ এরশাদুল হক ইমন।
প্রধান অতিথি ছিলেন সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু।
আমন্ত্রিত অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মোঃ রোকনুজ্জামান।
প্রোগ্রামটি সঞ্চালনা করেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ।
সমাবেশে বক্তারা নিম্নলিখিত পাঁচ দফা দাবি তুলে ধরেন—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অনুষ্ঠান।
২. সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা।
৩. বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা ও হামলা-হয়রানি বন্ধ করা।
৪. নির্বিচারে গ্রেপ্তার ও মামলার মাধ্যমে হয়রানি বন্ধ করা।
৫. গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা।
প্রধান অতিথি মাওলানা নজরুল ইসলাম লেবু তার বক্তব্যে বলেন, “এই পাঁচ দফা দাবি শুধু জামায়াতের নয়, দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি। সমান সুযোগ ছাড়া কোনো নির্বাচনেরই গ্রহণযোগ্যতা থাকে না। নির্বিচারে গ্রেপ্তার–হয়রানি বন্ধ করে, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দিয়ে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে সরকারকে প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে।”
তিনি সরকারের প্রতি অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং জনগণকে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -