মোঃ ফিরোজ প্রধান, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামে কীটনাশক গ্যাস ট্যাবলেট সেবনে নুপুর (১৮) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নুপুর ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুপুর। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ব্যবস্থা নিলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কী কারণে নুপুর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পারিবারিক অশান্তি, মানসিক চাপ, দারিদ্র্য, শিক্ষাগত সমস্যা অথবা অন্য কোনো সামাজিক কারণ এর পেছনে ভূমিকা রেখেছে কি না — তাও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -