আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে প্রযুক্তি দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতা ‘২৫ অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

নোয়াখালী প্রতিনিধি: ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার ( ২৭ সেপ্টেম্বর)  সকালে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইংরেজি বিভাগের ইন্সট্রাকটর মইনুল হাছান মোর্শেদের সঞ্চালনায় ও অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ নূর নবী সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসেট ( Asset) এর প্রজেক্ট এ্যানালিস্ট তারেক আহম্মেদ, গ্লোব সফট ড্রিংকসের ম্যানেজার আবদুল ওয়াহাব মানিক,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে সভাপতি অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ নূর নবী বলেন,আগামীর উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্ভাবিত প্রযুক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন,আজ যাঁরা প্রথম বা দ্বিতীয় হতে পারেনি তাঁরা হতাশ হবে না,ভেঙে পড়বে না,তোমাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করবে’।
এর আগে, অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি পরিদর্শন করেন। প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে যথাক্রমে ইলেকট্রনিকস বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবিত Laser home security systemকে প্রযুক্তি প্রর্দশন করে প্রথম স্হান অর্জন করে।ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবিত Automatic water dispenser machines এর জন্য দ্বিতীয় স্হান।Carbon absorptions air filter প্রযুক্তি উদ্ভাবনের জন্য অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা তৃতীয় স্হান অর্জন করে নেয়।
এছাড়াও প্রতিযোগিতায় বিজনেস কার্ড ডিজাইন, লোগো ডিজাইন, অটোমেটিক ব্যাটারি চার্জার প্রযুক্তি নিয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -