ঢাকা জেলা প্রতিনিধি- মামুন আহমেদ জয়, ঢাকার ধামরাইয়ের সিংশ্রী এলাকায় জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে শাকিল (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে প্রতিপক্ষের কয়েকজন শাকিলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে।
ধামরাই থানার ওসি জানান, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: ধামরাই থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -