আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে বিশ্ব পর্যটন দিবস পালিত

-Advertisement-

আরো খবর

রাশেদুল ইসলাম:
“টেকসই  উন্নয়নে পর্যটন”-প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে যথাযোগ্য উৎসাহ-উদ্দীপনার মাঝে  র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে  বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টায় একটি র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই এসে সমাপ্ত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক  সিফাত মেহনাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার নুরে নেওয়াজ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আনম মোহাইমেন রাসেল, সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ অন্যান্যরা ।
বক্তারা পর্যটন দিবসের তাৎপর্য তুলে ধরে কুড়িগ্রাম জেলার সম্ভাব্য পর্যটন এলাকা চিহ্নিত করেন। সেসব এলাকায় স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে সমৃদ্ধ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগ গ্রহণে মতামত প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/২৭সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -