আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

পাথরঘাটায় নদী-উপকূলে ইলিশ ধরায় আসছে নিষেধাজ্ঞা,জেলেদের দুশ্চিন্তা বাড়ছে

-Advertisement-

আরো খবর

প্রতিনিধি,পাথরঘাটা (বরগুনা) :
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন দেশের নদী ও সমুদ্র উপকূলে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বিপণন এবং বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
মৎস্য অধিদপ্তর জানায়, এ সময়ে ইলিশ ডিম ছাড়ে। মা-ইলিশ রক্ষা করা গেলে পরবর্তী মৌসুমে উৎপাদন বাড়বে এবং দেশের ইলিশের প্রাচুর্য ধরে রাখা সম্ভব হবে। গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, এই উদ্যোগের ফলে দেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, নিষিদ্ধ সময়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা, কারাদণ্ড এবং ট্রলার ও জাল জব্দের ব্যবস্থা করা হবে।
তবে এ নিষেধাজ্ঞায় উপকূলীয় নদী তীরবর্তী হাজারো জেলে দুশ্চিন্তায় পড়েছেন। মাছ ধরা বন্ধ থাকায় তাদের প্রধান আয়ের উৎস ব্যাহত হবে। সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু জেলেদের অভিযোগ, এ সহায়তা তাদের প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
পাথরঘাটার বিভিন্ন জেলে পাড়ায় ঘুরে দেখা গেছে, জেলেরা নৌকা মেরামত, জাল শুকানো এবং বিকল্প আয়ের চেষ্টা করছেন। তবে অধিকাংশই আয়-রোজগারের অনিশ্চয়তায় উদ্বিগ্ন দিন কাটাচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, মা-ইলিশ সংরক্ষণের এই পদক্ষেপ দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একইসঙ্গে জেলেদের জীবন-জীবিকা রক্ষায় যথাযথ সহায়তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম জানান, আগামী ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পুকুরের নদীর তীরবর্তী এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/২৬সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -