আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামির ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ায় জামাতে ইসলামীর নেতাকর্মীরা পি আর পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে । ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া শহরে এই মিছিল ও সমাবেশ করে তারা। এসময় জেলা জামায়েতে ইসলামির আমীর মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারী আমিনুল ইসলাম, সহ সম্পাদক অধ্যাপক জুনাইদ হাসান, সমাজকল্যান সম্পাদক আবুল বাশার, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি ও প্রচার সম্পাদক মোঃ রুকন উদ্দিন, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের মোহাম্মদ শাখাওয়াত হোসেন মাস্টার, জেলা ছাত্র শিবির সভাপতি হাসান মাহমুদ ও সেক্রেটারী জুলফিকার হায়দার রাফিসহ প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে শতভাগ গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া অন্য বিকল্প কোন বিকল্প কিছু নেই। ফ্যাসিবাদি প্রথাকে দূর করে গণতন্ত্র শতভাগ বাস্তবায়ন করতে পি আর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। এদেশের মানুষ অন্য কোন পদ্ধতি নির্বাচন মেনে নেবে না। আমরা ডঃ ইউনুছ সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আশা করব দ্রুত তার দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তিনি নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন। জনগণের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয় তাহলে জনগণ এটিকে প্রতিরোধ করবে।
এছাড়াও বক্তারা ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের গণহত্যা ও দূর্নীতির বিচারের পাশাপাশি জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমের নিষিদ্ধের দাবি জানান। এর পাশাপাশি জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনের দাবি করেন।

আলোকিত প্রতিদিন/২৬সেপ্টেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -