আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ধনী হতে চাইলে ৫টি অভ্যাস থাকা জরুরি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

লাইফস্টাইল ডেস্ক:

ধনী হওয়া একদিনের বিষয় নয়। এটি কোনো রাতারাতি সাফল্যের ওপরও নির্ভর করে না। কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক ভাবে কাজ করে গেলেই একজন সমৃদ্ধশালী মানুষ হওয়া সম্ভব। অনেকেই আছেন, যারা সম্পদ পেয়েও ধরে রাখতে পারেন না। কারণ তাদের আসলে সেসব অভ্যাস থাকে না, যেগুলো ধনী মানুষের থাকে। অর্থাৎ, কিছু অভ্যাসই আপনাকে ধনী হতে ও সম্পদ স্থিতিশীল রাখতে সাহায্য করবে। চলুন জেনে নেওয়া যাক:

মানি ট্র্যাকিং: আপনি যার হিসাব রাখেন না তা নিয়ন্ত্রণও করতে পারবেন না। নিয়মিত আয়, ব্যয় এবং সঞ্চয় ট্র্যাকিং এসবকিছু নিয়ন্ত্রণে রাখে। এমনকি একটি সাধারণ স্প্রেডশিট বা বাজেটিং অ্যাপও আপনাকে আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কীভাবে এটি বৃদ্ধি করতে হবে সে সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করতে পারে।

 বিনিয়োগ করা: বাজারের সময় নির্ধারণ করার দরকার নেই; আপনাকে কেবল এতেই থাকতে হবে। প্রতি মাসে সূচক তহবিল বা রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে সামান্য পরিমাণ অর্থও জমা করলে তা বিরাট সম্পদে পরিণত হতে পারে। তাই দ্রুত শুরু করুন, স্থির থাকুন।

- Advertisement -

অনুসন্ধিৎসু থাকুন:যারা চুপচাপ সম্পদ তৈরি করেন তারা কৌতূহলী এবং মুক্তমনা থাকেন। তারা ধরে নেন না যে তারা সবকিছু জানেন। তারা প্রশ্ন জিজ্ঞাসা করেন, অন্যদের কাছ থেকে শেখেন এবং স্থির থাকেন। তাই যখন সাফল্য আসে, তারা বিজ্ঞতার সঙ্গে তা নিয়ন্ত্রণ করেন এবং সেখান থেকে সম্পদ বৃদ্ধি পেতে থাকে।

আলোকিত প্রতিদিন/২৬সেপ্টেম্বর ২০২৫/মওম

 

- Advertisement -
- Advertisement -