শহীদুল ইসলাম রুবেল:
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য সীমান্ত এলাকার ৮ কিলোমিটার সহ প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠ রাখতে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা ২ প্লাটুন সহ সারা জেলায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে দশভুজা পূজামন্ডপ পরিদর্শন কালে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিং কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে বরাবরই বিজিবি গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে আসছে। নেত্রকোনার সীমান্ত এলাকার ৮ কিলোমিটারে ভেতরে প্রতিটি মন্ডপে সার্বিক নিরাপত্তায় ২ প্লাটুন সহ সারা জেলায় ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবির সহকারি পরিচালক ক্যাপ্টেন আব্দুল আওয়াল, ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার খাইরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য সুবল চন্দ্র দে সহ পুজা কমিটির নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/২৪সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -