আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

অবৈধ লটারির টিকিট বিক্রি, বিক্রেতার ৭ দিনের কা*রাদণ্ড

-Advertisement-

আরো খবর

শফিউল মন্ডল, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জে খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির দায়ে মেহেদুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার লটারির টিকিট তারাগঞ্জের বালাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিক্রি করছিলেন মেহেদুল ইসলাম। এ সময় স্থানীয়রা তাকে আটক করে ইউএনওকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে প্রায় ৫০০ লটারির টিকিট জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
দণ্ডপ্রাপ্ত মেহেদুল ইসলাম উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, “লটারির টিকিট বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। খবর পেয়ে অভিযান চালানো হয়। সাক্ষীদের বক্তব্য শুনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -