আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জ পদ্মায় নৌ-চ্যানেলের নামে চাঁদাবাজি

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মানিকগঞ্জ প্রতিনিধি: পদ্মা নদীতে গোয়ালন্দ-পাকশি নৌ-চ্যানেলের বাইরে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। নৌযান মালিক-শ্রমিকরা জানায়, ইজারার শর্ত ভঙ্গ করে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। এতে পরিবহন খরচ বেড়ে গিয়ে পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণে প্রভাব পড়ছে, বাড়তি বোঝা বহন করতে হচ্ছে ভোক্তাদের।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, প্রায় ৫ কোটি ৩১ লাখ টাকায় গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরে ইজারা নেয়। তবে শর্ত অনুযায়ী চার্জ আদায় করার সুযোগ কেবল গোয়ালন্দ-পাকশি নৌ-চ্যানেলে সীমাবদ্ধ। কিন্তু ইজারাদার মানিকগঞ্জ আরিচা পাটুরিয়ার লোক দিয়ে পাটুরিয়া-দৌলতদিয়ার মাঝ নদীসহ বিভিন্ন স্থানে জোরপূর্বক তিন হাজার টাকা আদায় করছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, অস্ত্রধারী লোকজন দিয়ে ভীতি সৃষ্টি করে টাকা আদায় করা হয়। প্রতিবাদ করলে নৌশ্রমিকদের মারধরও করা হয়। এ ঘটনায় পাটুরিয়া নৌ থানায় অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ।

বিআইডব্লিউটিএ আরিচা বন্দর কর্মকর্তা সুব্রত রায় বলেন, সীমানার বাইরে চার্জ আদায়ের সুযোগ নেই। অভিযোগের বিষয়ে হেড অফিস ও নৌ-পুলিশকে অবহিত করা হয়েছে। প্রমাণ মিললে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

- Advertisement -

এ বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোসা: ইয়াসমিন খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনার মাধ্যমে জানতে পারলাম নৌ চ্যানেলের বাইরে গিয়ে চাঁদা আদায় করে। আমি খোঁজ নিয়ে দেখব তারা যদি অবৈধ কাজ করে তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -