আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে যানজট সৃষ্টিকারী বাসকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউমার্কেট চত্বরে কুমিল্লা–সিলেট মহাসড়কে নির্ধারিত স্থানে পার্কিং না করে যানজট সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪টি গাড়িকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়কে অনিয়মিত পার্কিংয়ের কারণে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisement -

স্থানীয়রা জানান, নিউমার্কেট চত্বর এলাকায় নিয়মিতভাবে মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়, এতে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রশাসনের এমন পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -