আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে: রেজাউদ্দিন স্টালিন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বিশেষ প্রতিনিধি : শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেছেন, বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে। আর এ সংগ্রামে সবচেয়ে অগ্রণী ভুমিকা পালন করতে হবে দেশের লেখক সমাজকে। তিনি বলেন, আমাদের আবহমান সংস্কৃতিকে ধারণ ও লালন করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব। আজ সোমবার বিকেলে জাতীয়তাবাদী লেখক ফোরাম নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কবি শাহীন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রনো, সহ সভাপতি সাজেদা হেলেন, সহ সভাপতি কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আবীর বাঙালি, সাংগঠনিক সম্পাদক-মোসলেহ উদ্দিন, সম্পাদক মন্ডলীর সদস্য হাসান কামরুল, কুতুবউদ্দিন, আলম বাঙালি, রি হোসাইন, জাবেদ পাটোয়ারী, নাসরীন ইসলাম, হুমায়ুন কবির সিকদার, মুক্তা পারভীন, মাসুদা দেওয়ান, জহিরুল হক বিদ্যুৎ, ইকবাল হোসেন, মীর হেলাল, আনিসুর রহমান সাগর, আবদুল কাদের, শেফালী হোসেন, ইলোরা সোমা, সরদার আব্বাস উদ্দিন, শোভা চৌধুরী প্রমুখ। কবি শাহীন রেজা বলেন, বর্তমান সরকার একজন কবিকে শিল্পকলার ডিজি হিসেবে মনোনীত করে প্রাকারান্তরে কবি সমাজকে মূল্যায়িত করেছেন। এজন্য তারা ধন্যবাদ পেতেই পারেন। জাতীয়তাবাদী লেখক ফোরামের পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -