আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে বিএনপি নেতা মোতালেব হোসেনের শোডাউন ৩১ দফার প্রচারণা

-Advertisement-

আরো খবর

মো: মহিদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জে শোডাউন করেছেন বিএনপি নেতা মোতালেব হোসেন। শুক্রবার বিকেল চারটায় তিনি পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন।শোভাযাত্রাটি শহরের বিজয় মাঠ থেকে শুরু হয়ে মিতরা বাজার, আটিগ্রাম হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ শেষে রফিক সড়কের তার নিজ বাসভবন মোতালেব প্লাজায় গিয়ে শেষ হয়। এ সময় তিনি ও তার সহযোগীরা কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বাজার-ঘাটে বিতরণ করেন। শোভাযাত্রায় অংশ নেন জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও শহীদ কাবুল স্মৃতি সংসদের সভাপতি সাইফুর হেমল লিংকন, জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঘটু, মো. ফরিদ হোসেন, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সোহরাব হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক বিপ্লব আশিক, যুবদল নেতা আনিছুর রহমান, টুটুল মিয়া, মানিকগঞ্জ সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, গড়পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ মল্লিক কল্যাণ পরিষদের সভাপতি শরীফ নিরু, বিএনপি নেতা হাবিব, বিপ্লব, অলিদ খান, রোকন, কামাল, আনন্দ, জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক ময়নাল হোসেন ও সদস্য সচিব সেলিম মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেলের বহর নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেন। পুরো শোভাযাত্রা জুড়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মোতালেব হোসেনের পক্ষে স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। শোভাযাত্রা শেষে মোতালেব হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উল্লেখ্য, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের টানা তিনবার নির্বাচিত ভিপি মোতালেব হোসেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। এছাড়াও তিনি জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি।
আলোকিত প্রতিদিন/২১সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -