আহম্মেদ আল ইভান:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪ নং গাজীরটেক ইউনিয়নের ২ নং ওয়ার্ড জয়দেব সরকারের ডাঙ্গী নতুন দোকান- ১৯শে সেপ্টেম্বর শুক্রবারদুপুর ২ ঘটিকার সময় জুমার নামাজের পরেই মরহুম ওমর আলী এর ১ম “মৃত্যু বার্ষিকী, চরভদ্রাসন উপজেলা বিএনপি”র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান চরভদ্রাসন উপজেলা বিএনপি”র সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য কুদ্দুস আলীর বাড়িতে মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল এর আয়োজন করা হয়। বিএন”পি নেতা মোঃ কুদ্দুস আলীর ছোট ভাই মরহুম ওমর আলী, ও দোয়ার মাহফিলের আয়োজনে- মোঃ কুদ্দুস আলী।
“মাহফিলে কোরআন খানি, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাতে প্রয়াত ব্যক্তি মরহুম ওমর আলীর আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়, ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি”র জন্যও দোয়া করা হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সহকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন।
উপস্থিত সভায় বিএনপি’র মোঃ কুদ্দুস আলী বলেন, দুর্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পাশে ছিলাম, এখনো আছি মৃত্যুর আগ পর্যন্ত জাতীয়তাবাদী দলের সাথে থাকবো। একই সাথে (চরভদ্রাসন,সদরপুর,ভাঙ্গা) ফরিদপুর ৪ আসনের ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের পাশে আছি থাকবো ও বিএনপি’র ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন। উপজেলা বিএনপি”র শাহজাহান সিকদার বিএনপি’র জন্য দোয়া চেয়ে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন।
“এছাড়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও (চরভদ্রাসন সদরপুর, ভাঙ্গা) ফরিদপুর ৪ আসনের ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের (স্ত্রী- নাজনীন রীনা) ও (বোন লাজ জামান), ফরিদপুর জেলা কৃষকদলের যুগ্ন আহব্বায়ক সজীব ঘোষ, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন মিয়া, চরভদ্রাসন উপজেলা বিএনপি”র সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য শাজাহান সিকদার, নূরু মোল্লা,। রহমত দেওয়ান, চর ভদ্রাসন উপজেলা ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্লা, লক্ষ্য করা যায় বিএনপি”র দুর্দিনে কর্মীগুলো এ মাহফিলে উপস্থিতি দেখা যায়, তাছাড়া উপজেলা বিএনপি”র অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২০সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -