আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

গাছ চোরদের অতর্কিত হামলায় বিট কর্মকর্তা সহ আহত ৫,ডিউটি ঘর ভাঙচুর 

-Advertisement-

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিটে স্থানীয় প্রভাবশালী গাছ পাচারকারী সিন্ডিকেটের ছত্রছায়ায় গাছ চোরের অতর্কিত হামলায় বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিট কর্মকর্তা সহ ৫ জন আহত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কাকারা বনবিবেটর  কারারা পুলের ছড়াস্থ ডিউটি ঘরে এ হামলার ঘটনা ঘটে।
বনকর্মীরা জানান,বৃহস্পতিবার সকালে বিট কর্মকর্তা সাউদ যাহীনের নেতৃত্বে কাকারা রিজার্ভ ফরেস্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ টুকরা আকাশমণি গোল কাঠ জব্দ করে অফিসে ফেরার পথে অফিসের কাছে ডিউটি ঘরে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা সংঘবদ্ধ চিহ্নিত গাছ চোর চক্র বিট কর্মকর্তা সহ বনকর্মীদের মারধর করে গুরুতর জখম করে। এসময় সংঘবদ্ধ গাছ চোর চক্র বনবিভাগের ডিউটি ঘর ভাঙচুর করে।
কাকারা বনবিট কর্মকর্তা মোঃ সাউদ যাহীন বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অফিসে ফেরার পথে গাছ চোর সিন্ডিকেটের কবলে পড়ে আমি সহ ৫ জন বনকর্মী গুরুতর আহত হয়েছি। বর্তমানে বনকর্মী রবি শংকর দেওয়ানসহ  আহত বনকর্মীরা চকরিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চকরিয়া থানায় হামলার সাথে জড়িত ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে এজাহার দায়ের করেছি।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, গাছ চোর চক্রের হামলায় আমাদের বনকর্মীরা আহত হয়েছে। গাছ পাচারকারী এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থায় আছি। কোনমতেই বনজদ্রদ্য ধ্বংস করে তাদের ছাড় দেওয়া হবে না। অলরেডি হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে বন আইনে  মামলা দায়ের করা হয়েছে।  পাশাপাশি চকরিয়া থানায় এজাহারও লিপিবদ্ধ করেছি। সরকারি সম্পদ রক্ষায় আমরা সজাগ ও সতর্ক রয়েছি। সরকারি সম্পদ রক্ষার্থে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  আহত বনকর্মীদের উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/১৯সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -