আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

ডেমরায় নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

-Advertisement-

আরো খবর

নজরুল ইসলাম বাদল:
  ঢাকার ডেমরায় শীতলক্ষা নদীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে বিআইডব্লিউটিএ ও কোস্টগার্ড জোনের যৌথ অভিযানে রূপগঞ্জের তারাব শবনম অয়েল মিলসংলগ্ন নদীর তীর  থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ শাখার সহকারী পরিচালক মোঃ কামরুল হাসানের নেতৃত্বে ডুবুরি টিম প্রায় ২০ ঘণ্টা তল্লাশি চালিয়ে ওই দুই ছাত্রের লাশ উদ্ধার করে। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, পরীক্ষার দু’দিন পর শুক্রবার বিকেলে আট বন্ধু নদীতে ঘুরতে গেলে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। এ সময় মোঃ সাফওয়ান ও আব্দুর রউফ নামে দুই বন্ধু স্রোতের টানে তলিয়ে যায়।
ডেমরার নৌ পুলিশের ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাফওয়ান রূপগঞ্জের স্থানীয়, মাওলানা আব্দুল জলিলের ছেলে এবং পরিবারসহ ডেমরার হাজিনগরে থাকে। আর আব্দুর রউফের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। পরীক্ষা শেষে বন্ধুরা নদীতে ঘুরতে এলে তারা দুর্ঘটনার শিকার হন।
আলোকিত প্রতিদিন/১৫সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -