আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সাটুরিয়ায় কৃষি ব্যাংকের উদ্যোগে তারুণ্যের উৎসব

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,মানিকগঞ্জ :

মানিকগঞ্জের সাটুরিয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) কৃষি ব্যাংক সাটুরিয়া শাখার নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক সাটুরিয়া শাখার ব্যবস্থাপক এম. আই. এ ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ কৃষি ব্যাংক মানিকগঞ্জের মুখ্য অঞ্চলের উপমহাব্যবস্থাপক তানভীর মেহেদী। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমহাব্যবস্থাপক তানভীর মেহেদী বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের আর্থিক সেবা গ্রহন করুন। ব্যাংকে হিসাব খুলুন, সঞ্চয় করুন- স্বাবলম্বী হউন। অনুষ্ঠানে নতুন ও মেধাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে তারুণ্যের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি মুল প্রবন্ধ উপস্থাপনায় তারুণ্যের মাধ্যমে উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে বিনিয়োগ সহযোগী হিসেবে কৃষি ব্যাংকের ভূমিকা ও কর্মপরিধি নিয়েও তরুণ উদ্যোক্তাদের মধ্যে ধারণা দেওয়া হয়। একই সাথে ব্যাংকের যাবতীয় সেবা গ্রহণের জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। আলোচনা শেষে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আর্থিক স্বাক্ষরতা, তারুণ্য, উদ্যোক্তা, টেকসই উন্নয়ন, ব্যাংক ও বিনিয়োগ এক অপরের পরিপূরক ও সহযোগী বলে আলোচনায় তুলে ধরা হয়। সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে সম্যক ধারণা দিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

আলোকিত প্রতিদিন/১৫সেপ্টেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -