আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মিথ্যা অপপ্রচার হ্যাকিং ও হুমকি ধামকির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

-Advertisement-

আরো খবর

রানা ইস্কান্দার রহমান:
প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত সুধী, আমি মোঃ আসিফ ফয়সাল (লেলিন)। আমি গাইবান্ধা সদরের স্থায়ী বাসিন্দা, পেশায় একজন বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ার এবং গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবের একজন সদস্য। ২০১৬ সাল থেকে আমি BOFC Media ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে নাটক, মিউজিক ভিডিও এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিমূলক কাজে যুক্ত আছি।
সম্প্রতি কিছু অসাধু ও সন্ত্রাসী চক্র আমার ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করছে, কুরুচিপূর্ণ ভাষায় পোস্ট দিচ্ছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা কনটেন্ট তৈরি করছে। আমার ব্যক্তিগত জীবনকে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করে তারা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এমনকি মিথ্যাভাবে আমাকে রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে অপপ্রচার করছে। আমি সুস্পষ্টভাবে জানাতে চাই—আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।
এর আগেও আমার নামে একাধিক মিথ্যা মামলা করা হয়েছিল, কিন্তু সেগুলো প্রমাণের অভাবে টেকেনি। প্রতিহিংসার কারণে তারা নতুনভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে। প্রথমে মোঃ লাক সাব্বির (রাবিং) নামের এক যুবক এসব অপপ্রচার শুরু করে, পরে আরও কয়েকজন এতে যুক্ত হয়। তারা আমাকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে, যার অডিও প্রমাণ আমার কাছে সংরক্ষিত আছে।
সবচেয়ে নিন্দনীয় হলো—তারা আমার ব্যক্তিগত হার্ডডিস্ক ও অন্যান্য জিনিসপত্র চুরি করেছে এবং আমার শৈশবের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে আমার ও আমার পরিবারের সম্মানহানি ঘটছে।
আমি ইতোমধ্যে থানায় অনলাইন জিডি করেছি এবং সব প্রমাণ প্রশাসনের হাতে তুলে দিয়েছি। যদি এসব অপকর্ম অবিলম্বে বন্ধ না হয়, আমি বাধ্য হবো সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করতে।
জনগণের প্রতি আমার আহ্বান: মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না।
 সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ: সত্য সংবাদ জনগণের সামনে তুলে ধরুন।
 প্রশাসনের প্রতি আবেদন: এ অপপ্রচারকারী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।
আমি শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। আমার একমাত্র চাওয়া—
গাইবান্ধা শহর শান্ত থাকুক, মিথ্যা অপপ্রচার বন্ধ হোক এবং অপরাধীরা শাস্তি পাক।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -