আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মুরাদনগরে বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের নতুন দিগন্তের প্রতিশ্রুতি দিলেন: কে এম মজিবুল হক

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নাজমুল হাসান:

এক টুকরো আশার আলো ছড়িয়ে গেল মুরাদনগরের আকাশে। বহু বছর ধরে বেকারত্বের বোঝা বয়ে বেড়ানো হাজারো তরুণ-যুবকের জীবনে নতুন স্বপ্নের বীজ বপন করলেন কে এম মজিবুল হক। তিনি অঙ্গীকার করলেন—মুরাদনগরে কর্মসংস্থানের সুব্যবস্থা গড়ে তোলা হবে, আর এই কর্মসংস্থানই বদলে দেবে এলাকার ভাগ্য।

তিনি আবেগভরে বলেন, “যুব সমাজই একটি জাতির শক্তি। এ শক্তিকে বেকারত্বের অন্ধকারে হারিয়ে যেতে দেওয়া যাবে না। মুরাদনগরের প্রতিটি তরুণকে দক্ষ করে তুলতে হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তার এই প্রতিশ্রুতি শুনে স্থানীয় মানুষের চোখে-মুখে ঝলমল করে উঠেছে আশার দীপ্তি। উপস্থিত জনতা মনে করছেন, যদি এ উদ্যোগ বাস্তবায়িত হয় তবে আর কোনো তরুণকে ভাগ্য অন্বেষণে বিদেশে পাড়ি জমাতে হবে না। বরং তারা নিজ মাটিতেই গড়ে তুলতে পারবে নিজের স্বপ্নের পৃথিবী।

কে এম মজিবুল হক আরও জানান, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে তাদের জন্য ক্ষুদ্র শিল্প, ব্যবসা ও প্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণের ব্যবস্থা করা হবে, যাতে তারা নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে।

- Advertisement -

স্থানীয় জনসাধারণ এ প্রতিশ্রুতিকে যুগান্তকারী উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকেই বলছেন, এটি বাস্তবায়িত হলে মুরাদনগর শুধু উন্নয়নের পথে এগোবে না, বরং সারাদেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।

আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -