আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শফিকুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

-Advertisement-

আরো খবর

মো: নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য সরাইল উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যায়যায়দিন ও মোহনা টিভির সরাইল সংবাদদাতা শফিকুর রহমান গত শুক্রবার দুপুরে ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি……… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো(৬৮)।তিনি স্ত্রী, চার কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আজ রবিবার সকাল ১০ টায় সরাইলের কুট্টাপাড়ায় মরহুমের গ্রামের বাড়ির জামে মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,  রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।মরহুমের শেষ বিদায়ে শ্রদ্ধা নিবেদন করে কফিনে পুস্প স্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কোষাধ্যক্ষ খায়রুল কবির, সাংবাদিক ইউনিয়নের সদস্য মো.মাসুদ,শেখ সিরাজ,জহিরুল ইসলাম রিপন প্রমুখ।এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেছেন সরাইল টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।জানাযার নামাজ ও শ্রদ্ধা নিবেদন  শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে মরহুমকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।
এদিকে তারঁ মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -