আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির সম্প্রীতি সভা অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

মতিয়ার রহমান:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ঝিনাইদহের কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ সম্প্রীতি সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশ নেন।
রবিবার সকালে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় কালীবাড়ী পূজা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেবপ্রসাদ মৈত্র সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিখিল সাহা, তাপস বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি তিথী রানী, সাধারণ সম্পাদক উজ্জল কুমার অধিকারীসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “স্বাধীন বাংলাদেশে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। স্বাধীনতা সংগ্রামে যেমন মুসলিমদের অবদান রয়েছে, তেমনি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের অবদানও অনস্বীকার্য। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সর্বাত্মক সহযোগিতা করবে।”
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -