আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আন্তর্জাতিক কনভেনশন সুষ্ঠুর লক্ষ্যে ফলোআপ সভা অনুষ্ঠিত

-Advertisement-

আরো খবর

মাজেদুর রহমানঃ 
আসন্ন আন্তর্জাতিক কনভেনশনকে সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট এ. কে. এম. মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বি ডলার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কনভেনশন উপলক্ষে নানা দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন—
সংগঠনের উপদেষ্টা ড. মশিউর রহমান, সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রাজিউল্লাহ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সহ-সভাপতি রেজাউল হাসান রানু, দপ্তর সম্পাদক ফজলুল হক, নির্বাহী সদস্য আসাদুল হক কাজল, বগুড়া বার সমিতির সভাপতি ও সংগঠনের সদস্য এডভোকেট আতাউর রহমান খান মুক্তা, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিলাল হোসেন, সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, অধ্যাপক আফজাল হোসেন জেমস, বিসিএল গ্রুপের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান হাবিব, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইসরাফিল হোসাইন, অধ্যাপক আব্দুল লতিফ, শাহানা ইউসুফ রুশি, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সংগঠনের সদস্য মাজেদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আগামী ২ ও ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনভেনশনকে ঘিরে বগুড়াকে একটি ঐতিহাসিক সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে উপস্থাপন করা হবে। এজন্য সমন্বিত পরিকল্পনা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সর্বস্তরের সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন।
আলোকিত প্রতিদিন/১৪সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -