আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীলেখাকে বয়কট ইস্যুতে পাত্তা দেয়নি পুলিশ, বিশেষ পদক্ষেপ নিল আদালত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখা জানান, এসব পোস্টার সরানোর জন্য পুলিশকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত বৃহস্পতিবার এই অভিনেত্রীর পাশে দাঁড়ায় আদালত। নিরাপত্তা সংক্রান্ত মামলায় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, শ্রীলেখার বাড়ির সামনের সব বিতর্কিত বা অসম্মাজনক পোস্টার সরাতে; এবং স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয় অভিনেত্রীর নিরাপত্তা নিশ্চিত করার।

এছাড়া সামাজিক মাধ্যমে কোনো কুরুচিকর মন্তব্য বা ট্রোলিংয়ের ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। আর জানানো হয়, মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট শ্রীলেখা অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় প্রতিবাদ করেছিলেন। ভাষণ দেওয়ার পর তিনি নেট দুনিয়ায় ট্রোলিংয়ের শিকার হন, এবং তার বাড়ির সামনে পোস্টারে লেখা হয়, “শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট করা হোক।”

- Advertisement -

আলোকিত প্রতিদিন/১৩সেপ্টেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -