আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

কবি সাজেদা হেলেন এর জন্মদিনে আলোকিত প্রতিদিনের শুভেচ্ছা

-Advertisement-

আরো খবর

এম এইচ চৌধুরী-ঢাকা কবি সাজেদা আলী হেলেন এর জন্মদিনে বর্ষপূর্তি উপলক্ষে কাঁটাবনস্থ চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে বার্থডে পার্টির আয়োজন করেন,নব আলো সাহিত্য সংহতি পরিবার। এতে উপস্থিত ছিলেন, কবি শাহীন রেজা সভাপতি জাতীয়তাবাদী লেখক ফোরাম,কবি ও সাংবাদিক সৈয়দ নুরুল হুদা রনো, সম্পাদক দৈনিক আলোকিত প্রতিদিন,কবি হুমায়ন কবির সিকদার,সাধারণ সম্পাদক নব আলো সাহিত্য সংহতি পরিবার, কবি মুক্তি আল মাহমুদ খান সহ-সভাপতি নব আলো সাহিত্য সংহতি পরিবার, কবি সাজেদা ডুলু, সহসভাপতি নব আলো সাহিত্য সংহতি পরিবার,কবি লিমা খান যুগ্ন সাধারণ সম্পাদক নব আলো সাহিত্য সংহতি পরিবার ঢাকা বিভাগ, কবি ওমর ফারুক,কবি পারভীন ইয়াসমিন,কবি মুজিবর রহমান বকুল সহ নব আলো সাহিত্য সংহতি পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে আয়োজনের সমাপ্তি করেন।
আলোকিত প্রতিদিন/এপি  
- Advertisement -
- Advertisement -