জাহিদ হাসান হৃদয়, বৃষ্টি হলেই মিরপুর সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। আজ সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মিরপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন কর্মজীবীসহ সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দেখা যায়, মিরপুর ১ থেকে টেকনিক্যাল পর্যন্ত সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকালে বৃষ্টির কারণে গণপরিবহন সংকটে পড়ে কর্মজীবী মানুষ। সড়কে পানি জমে যাওয়ায় মিরপুর সড়কে গাড়িগুলো ধীরগতিতে চলতে দেখা যায়। কোথাও কোথাও গলির পানি সড়কে এসে নামছে। মূল ড্রেন ময়লা ও পলিথিন আটকে ড্রেন বন্ধ হয়ে গেছে ফলে সড়কে উল্টো পানি উঠছে। এদিকে কথা হচ্ছিল এক শিক্ষার্থীর সাথে, তিনি জানান একটু বৃষ্টি হলেই জলবদ্ধতা দেখা দেয় আমাদের এই সড়কে, ফলে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়।
সেই শিক্ষার্থী আরও বলেন, আমরা এই জলবদ্ধতার সমাধান চাই। সড়কে পানি থাকায় হেঁটে চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। মিরপুর-১ সড়কে কথা হচ্ছিল রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে। তিনি কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বের হয়ে গলিতে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, রিকশা পাচ্ছি না। কীভাবে যে অফিসে যাব, তাই ভাবছি এখন। সরেজমিনে আরও দেখা যায়, মিরপুর-১, চাইনিজ ও আনসার ক্যাম্পের সামনের সড়কে হাঁটু পানি জমে গেছে। অতি বৃষ্টির কারণে সড়কের পানি পাশের বেশ কিছু দোকান, ব্যবসা প্রতিষ্ঠানেও ঢুকে পড়েছে।
নগরবাসীর দাবি, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলাই এখন সময়ের দাবি। অন্যথায়, অল্প সময়ের বৃষ্টিতেই শহর হয়ে উঠবে হাঁটুপানির নগরী।
আলোকিত প্রতিদিন/এপি