আজ শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশের এশিয়া কাপের লড়াই শুরু হচ্ছে আজ, প্রথম ম্যাচে খেলতে পারে যে একাদশ

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপের মাঠের লড়াই শুরু হচ্ছে বাংলাদেশের। আজ বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

এবারের আসর ঘিরে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ঢাকা-সিলেটে দুই দফায় হয়েছে ট্রেনিং ক্যাম্প। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে তালিম নিয়েছে লিটন-শান্তরা। এ ছাড়া টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দুবাইয়ে গেছে বাংলাদেশ দল। এবার মাঠের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার পালা।

নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ‘খর্বশক্তির’ হংকং হলেও বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নামবে টাইগাররা।

উইকেটকিপার ব্যাটসম্যান জাকেরের একাদশে থাকা একপ্রকার নিশ্চিত। মিডল অর্ডারে বিবেচনায় থাকবেন শামীম পাটোয়ারীও। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়েও দলের প্রয়োজনে তার ডাক পড়ে। এ ছাড়া শেখ মেহেদীও থাকবেন ব্যাটিং ও বোলিংয়ের বিবেচনা। পেস ইউনিটে মুস্তাফিজ ও তাসকিনের সঙ্গে তানজিম হাসান সাকিবের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই দল সাজাতে পারে বাংলাদেশ।

- Advertisement -

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আলোকিত প্রতিদিন/১১সেপ্টেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -