বিনোদন ডেস্ক, বাংলা সঙ্গীতাঙ্গণের এক নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। অসংখ্য গান গেয়ে শ্রোতার হৃদয় জয় করেছেন। আজ ১১ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। ১৯৬৯ সালের আজকের এই দিনে ঢাকার শান্তিবাগে জন্ম কনকচাঁপার।
গানের জন্য রুমানা মোর্শেদ কনকচাঁপা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি বাচসাস চলচ্চিত্র পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। সঙ্গীতাঙ্গণের পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত কনকচাঁপা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ছিলেন তিনি।
আলোকিত প্রতিদিন/এপি