আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় এলাকাবাসীর তোপের মুখে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজ বন্ধ

-Advertisement-

আরো খবর

মো: সোহাগ: 
 পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ করায় এলাকাবাসীর তোপের মুখে নির্মান কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে  এলজিইডি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া পৌরশহরের বড় শিকদার বাড়ী সংলগ্ন “কলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” এ নির্মান কাজ বন্ধ করে দেয়া হয়।
এলাকাবাসী জানায়, বিদ্যালয়ের তিন টি অতিরিক্ত শ্রেনীকক্ষের প্রয়োজনে  দ্বিতল বিশিষ্ট একটি  ভবন নির্মানের উদ্যোগ নেয় এলজিইডি।
 ৮১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা ব্যয়ের এ ভবনের নির্মান কাজ পায় মেসার্স গাজী কনষ্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
 ২০২৩ সালের সেপ্টেম্বরে নির্মান কাজ শুরুর পর থেকে  নিম্নমানের রড ও সিডিউল বহির্ভূত নিম্নমানের  সামগ্রী ব্যবহারে বারবার অভিযোগ তোলেন এলাকাবাসী।  দীর্ঘদিনেও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় এলজিইডি।
 বড় সিকদার বাড়ী এলাকার বাসিন্দা শিক্ষক মো.মাইনুল হাসান জানান,সিডিউল মোতাবেক কাজ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে অনুরোধ করা সত্বেও তারা তা কখনো কানে তোলেন নি। বরং খাম খেয়ালীপনা করে নিন্মমানের ইট,বালু দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারের বক্তব্য  নিতে  একাধিকবার তার মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদেকুর রহমান সাদীক বলেন, এলাকাবাসীর  অভিযোগ পাওয়ায় নির্মান কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/১১সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -
- Advertisement -