আজ মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে জামায়াতের এমপি প্রার্থীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ -১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিকের উদ্যোগে শিবালয় উপজেলার নালী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত একটানা চলে এ হেলথ ক্যাম্প। এসময় বিভিন্ন এলাকা হতে আগত বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ১৫০০ জন রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা দেয়া হয়। ডাঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ঢাকা থেকে আগত ১০ জন ডাক্তার, ৮ জন টেকনেশিয়ান, ১৫ জন এসিস্ট্যান্ট ও ২০ জনের স্বেচ্ছাসেবী সারা দিন রোগীদের সেবা প্রদান করেন। দিনব্যাপী অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি রোগীদের ব্লাড পেশার, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিং টেস্ট সহ আরো কিছু সেবা দেয়া হয়।

 

এসময় জামায়াতের এ আসনের নির্বাচন পরিচালক ওমর ফারুক, জামায়াতের থানা আমির হাফেজ হাতেম আলি, বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব তালুকদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগত সেবা গ্রহনকারী রোগীরা বলেন, আমরা নদী ভাঙ্গন এলাকার দরিদ্র মানুষ। আমাদের পক্ষে ঢাকায় গিয়ে এই মানের বড় বড় ডাক্তার দেখানো সম্ভব নয়। আজ আমাদের এলাকার এমপি প্রার্থী ডাঃ আবু বকর সিদ্দিক নিজে সারা দিন আমাদের চিকিৎসা পরামর্শ ও সেবা দিয়েছেন।

 

- Advertisement -

আবার ঢাকা থেকে বড় বড় ডাক্তার সাথে করে নিয়ে এসেছেন। যা কোন প্রার্থীর নিকট হতে আমরা কখনও পাইনি।আমাদের দাবি তিনি তার এ সেবা অব্যাহত রাখবেন।আমারা তার এ মহৎ কাজে মুগ্ধ এবং মহান আল্লাহর নিকট তার জন্যে প্রাণ খুলে দোয়া করছি। এ বিষয়ে ডাঃ আবু বকর সিদ্দিক বলেন, আমি ডাক্তার মানুষ, আমার পক্ষে মানুষের সেবায় যতটুকু কাজ করা সম্ভব আমি তা করবো ইনশাআল্লাহ। আমি এমপি হই আর না হই, সেটা কোন বিষয় না। আমার নদী ভাঙ্গন এলাকার দরিদ্র মানুষের আমার নিকট হতে সেবা পাবার অধিকার রয়েছে। আমি তাদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তিনি এই হেলথ ক্যাম্পে সার্বিক সহযোগিতার জন্যে এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

আলোকিত প্রতিদিন/এপি  

- Advertisement -
- Advertisement -