আজ সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বদরুদ্দীন উমর জনগণের স্বার্থে রাজনীতি করে গেছেন : মির্জা ফখরুল

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:

বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি আমৃত্যু জনগণের স্বার্থে রাজনীতি করেছেন ও কলম ধরেছেন।

৭ সেপ্টেম্বর রবিবার তার মৃত্যু সংবাদের পর এক বিবৃতিতে শোক প্রকাশ করে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমৃত্যু তিনি জনগণের স্বার্থে রাজনীতি করেছেন এবং কলম ধরেছেন। রাজনীতির দুর্নীতিকরণের বিরুদ্ধে তিনি ছিলেন এক জলন্ত প্রতিবাদ। বিদ্যমান রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে তার মতো নির্ভিক মুক্তচিন্তার বুদ্ধিজীবীর বেঁচে থাকা খুব জরুরি ছিল।

- Advertisement -

রবিবার সকাল ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বদরুদ্দীন উমর।

মির্জা ফখরুল বলেন, ‘কখনোই স্বৈরশাসকের ধমকে নিরব দর্শক হয়ে থাকেননি বরং তিনি তার কথা ও লেখনিতে অন্যায়-অবিচারের স্বৈরতন্ত্রের মূলে প্রচণ্ড ঘাত করেছেন।

বিবৃতিতে প্রয়াত বদরুদ্দীন উমরে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

- Advertisement -
- Advertisement -