আজ সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মোদির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক শেষ’,এটা সবার জন্য শিক্ষা: মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

প্রথম দফায় ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বোল্টন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের কড়া সমালোচক। তিনি বলেন, “ট্রাম্পের ব্যক্তিগতভাবে মোদির সঙ্গে সম্পর্ক একসময় খুব ভালো ছিল। তবে সেটা এখন শেষ হয়ে গেছে। এটা সবার জন্য শিক্ষা — যেমন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের জন্যও — যে ব্যক্তিগত সম্পর্ক সাময়িক সুবিধা দিলেও খারাপ পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করতে পারবে না।”

আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ট্রাম্প। এলবিসি-তে দেওয়া সাক্ষাৎকারের সঙ্গে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বোল্টন অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের কারণে ভারত-মার্কিন সম্পর্ক কয়েক দশক পিছিয়ে গেছে। এতে মোদি আরও কাছে চলে গেছেন রাশিয়া ও চীনের। তার ভাষায়, “বেইজিং নিজেকে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পের বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে।”

উল্লেখ্য, সম্প্রতি বোল্টনের মেরিল্যান্ডের বাড়ি ও ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গোপন নথি ব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়।

- Advertisement -
- Advertisement -