ক্রীড়া ডেস্ক: অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে নিরাপত্তা শঙ্কায় পড়েছেন বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বিসিবি সভাপতি থানায় জিডি করেছে।
এই পরিস্থিতিতে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিসিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান নিয়োগের জন্য চিঠি পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি