নিজস্ব প্রতিবেদক, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। চূড়ান্ত বিজয় ছাড়া কেউ নিরাপদ নয় বলে তিনি এ মন্তব্য করেছেন।
আজ শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। ফেসবুক পোস্টে তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে কোন সরকারের পতনের পর ‘বিজয়’ উদযাপন তখনই করা যায়, যখন ওই সরকারের তৈরি ফ্যাসিবাদী কাঠামোর পুরোপুরি বিনাস করা যায়।