আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

-Advertisement-

আরো খবর

“দলে মাস্তান-চাঁদাবাজের কোনো স্থান নেই” – বিএনপি নেতা আবুল হাসেম মাস্টার।
মোঃ ফরহাদ রেজা, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে পালিত হয়েছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন।
সকালে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি র‌্যালি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাফেজিয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।
মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান মাস্টার, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বাজার বিএনপির সভাপতি আব্দুল মতিন সরকারসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনায় সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার বলেন, “বিএনপিতে কোন মাস্তান বা চাঁদাবাজের জায়গা নেই। কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, দলের শৃঙ্খলা বজায় রাখা ও সুসংগঠিত থাকার গুরুত্ব অপরিসীম।
উপস্থিত নেতাকর্মীরা দলের শক্তিশালীকরণ, স্থানীয় সংগঠনকে সুসংগঠিত করা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -