আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন কমিশনে এসেছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিই মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক হতে যাচ্ছে সিইসির।

১ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষে প্রবেশ করেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের তিন সদস্যের প্রতিনিধিদল। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়া অন্য কোনো কর্মকর্তা এই বৈঠকে উপস্থিত ছিলেন না।

ইসি জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন দূতাবাসের এই কর্মকর্তা। এর আগে, গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য নিরাপত্তার কারণে বৈঠকটি হয়নি।

- Advertisement -

৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিই হচ্ছে মার্কিন দূতাবাসের সঙ্গে প্রথম বৈঠক।

আলোকিত প্রতিদিন/১ সেপ্টেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -