আলোকিত ডেস্ক, নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রবাসীর শিশু সন্তানকে অপহরণের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত শিশু আব্দুল্লাহ মেজবাহকে (৮) উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া আব্দুল্লাহ মেজবাহ লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা গ্রামের প্রবাসী সালাউদ্দীন মৃধার ছেলে তিনি।
গ্রেপ্তার কৃতরা হলেন- ঘাঘা উত্তরপাড়া গ্রামের শহিদ শেখের ছেলে উজ্জ্বল শেখ (৩৬), বাবুল লস্করের স্ত্রী রোজিনা বেগম (৩৫), ভ্যানচালক হানিফের ছেলে জান্নাতুল (২০), এবং বাবুল লস্করের ছেলে সাকিব (১৭)।
পুলিশ জানিয়েছে, উজ্জ্বল শেখ পরিকল্পিতভাবে একই গ্রামের শিশু আব্দুল্লাহ মেজবাহকে অপহরণের উদ্যোগ নেন। এ কাজে ভ্যানচালক জান্নাতুলকে ১০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে ৫০০ টাকা দেন এবং কাজ শেষে বাকি টাকা দেওয়ার আশ্বাস দেন তিনি। একইভাবে রোজিনা বেগম ও তার ছেলে সাকিবকে মুক্তিপণের অর্থ দিয়ে তাদের ঋণ পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যার ফলে তারা রাজী হন।
গত শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের উজ্জ্বল শেখের দোকানে গেলে, পরিকল্পনা অনুযায়ী উজ্জ্বল তাকে দুটি ‘হিস্টাসিন’ ট্যাবলেট খাইয়ে অচেতন করে ফেলেন। পরে জান্নাতুল, রোজিনা ও সাকিবের সহায়তায় তাকে অপহরণ করে মুক্তিপণ দাবির পরিকল্পনা করেন তারা। এরপর শিশুটিকে লোহাগড়া নিরিবিলি পিকনিক স্পটের একটি কক্ষে লুকিয়ে রাখা হয়, যেখানে রোজিনা বেগম তার পাহারাদারের দায়িত্বে ছিলেন।
ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে অপহরণকারী উজ্জ্বল শেখ শিশুটির স্বজনদের সঙ্গে থানায় গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। তবে তাদের কথাবার্তায় অসংগতি লক্ষ্য করে পুলিশ সন্দেহ করে এবং তদন্ত শুরু করে তখন।
পরবর্তীতে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়, উপ-পরিদর্শক তারক বিশ্বাস ও আজিজুর তালুকদার এবং সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে রোববার (৩১ আগস্ট) ভোরে নিরিবিলি পিকনিক স্পট থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেপ্তারও করা হয়।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, শিশু অপহরণের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি