শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনায় দীর্ঘ ১১ বছর পর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (৩০আগস্ট) শহরের মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মোট পাঁচজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি উপজেলা ও ৫ টি পৌর কমিটির ১ হাজার ৫১৫ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ অক্টোবর শেষ দ্বিবার্ষিক সম্মেলনে আশরাফ উদ্দিন খান সভাপতি, ডাঃ আনোয়ারুল হক সাধারণ সম্পাদক এবং এস এম মনিরুজ্জামান দুদু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে কমিটি অনুমোদন ও বিলুপ্ত হওয়ার পর ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে দল পরিচালিত হয়। দীর্ঘ ১১ বছর পর এবার পুনরায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ডাঃ মোঃ আনোয়ারুল হক (ছাতা) এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক (চেয়ার)। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী (মাছ), এসএম মনিরুজ্জামান দুদু (বল) এবং আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি)। সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন। উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সহকারী নির্বাচন কমিশনার আইনজীবী সিরাজুল ইসলাম খোকন জানিয়েছেন, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুটি পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। ইতিমধ্যে মোক্তারপাড়া মাঠে সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
দলীয় নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। সভাপতি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হক ও এডভোকেট মাহফুজুল হক এবং সাধারণ সম্পাদক প্রার্থী ড.রফিকুল ইসলাম হিলালী,এস,এম মনিরুজ্জামান দুদু ও আব্দুল্লাহ আল মামুন খান রনি নিজেদের যোগ্যতা ও দলের জন্য অবদানের ওপর জোর দিয়ে ভোটারের সমর্থনের আশা প্রকাশ করেছেন। শহরের বিভিন্ন এলাকায় প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে সম্মেলনের চাঞ্চল্য স্পষ্ট দেখা যাচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -