আজ সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

চেক ডিজঅনার মামলায় কারাবন্দী অবস্থায় মৃ*ত্যু

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

আব্দুল আলিম, বাঘা, চারটি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী সাজেদুল ইসলাম ওরফে ইজদার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেল ৩টা ১৮ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী তিনি কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন।

কারা সূত্র জানায়, গত শনিবার (২৩ আগস্ট) রাত ৯টা ৪৩ মিনিটে অসুস্থ অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ৩২ নম্বর ওয়ার্ডে রাখা হলেও অবস্থার অবনতি হলে সোমবার (২৫ আগস্ট) ৪২ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান সোমবার রাত ১০টা ১৬ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাজেদুল ইসলামের বিরুদ্ধে মোট চারটি চেক ডিজঅনার মামলা ছিল। মামলাগুলোতে বিভিন্ন মেয়াদে তাকে সাজা দেওয়া হয়েছিল—একটিতে ১ বছর, একটিতে ৬ মাস, একটিতে ৪ মাস এবং একটিতে ৫ মাস। সব মিলিয়ে তার মোট সাজা ছিল ২ বছর ৩ মাস। তিনি ২০২৩ সালের ২৭ আগস্ট কারাগারে প্রবেশ করেন। সাজার মেয়াদ শেষে আগামী ২৬ নভেম্বর ২০২৫ তার মুক্তি পাওয়ার কথা ছিল।

নিহত সাজেদুল ইসলাম বাঘা উপজেলার বাজুবাঘা নতুনপাড়া এলাকার বাসিন্দা ও সাজদার রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি আম ও কাঠের ব্যবসায়ী ছিলেন। ব্যবসায় লোকসানের কারণে সুদে টাকা নিয়ে দেনা শোধ করতে পারেননি। সেই সুবাদে তিনি ফাঁকা চেক জমা দেন এবং পরে ওই চেক ফেরত আসায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।

- Advertisement -

তার ছোট ভাই রবিউল ইসলাম জানান, বড় ভাই ইজদারকে প্রথমে রামেকের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে অবস্থার অবনতি হলে সোমবার ৪২ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ১৮ মিনিটে তার মৃত্যু হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -