শহিদুল্লাহ সরকার:
সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে ফুল ছেড়াকে কেন্দ্র করে প্রায় দশ জনকে পিটিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃওরা। গত ২৩ শে আগষ্ট শনিবার বিকেলে সাভার বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,বিকেলে গাজীপুরের টঙ্গী থেকে তিনটি পরিবারের বিশ সদস্য বিরুলিয়ার গোলাপ গ্রামে গোলাপ ফুল দেখতে বেড়াতে আসেন। এসময় তাদের সাথে আসা একটি শিশু বাচ্ছা একটি গোলাপ ফুল ছেড়েন ও সবাই বাগানে ঢুকে ছবি তোলা শুরু করেন। এসময় ফুল বাগানের লোকজন এসে ফুল ছেড়ার কারণ জানতে চান ও বাগানে প্রবেশ করে ফুল ছেড়ার জন্য পাঁচ হাজার ও ছবি তোলার জন্য প্রত্যেকের কাছে এক হাজার করে টাকা দাবি করেন। এসময় টাকা দাবির এক পর্যায়ে তাদের সাথে তর্ক বিতর্ক শুরু হয়। এসময় একদল দুর্বৃও লাঠি সোটা নিয়ে ফুল কাটার কেচি ও লাঠি দিয়ে প্রায় দশ জনকে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে আহতরা পুলিশের জরুরী সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন। এঘটনায় রাতে ভুক্তভোগী আব্দুর রহিম? সোহরাব,শাহিন,শাকিল ও অজ্ঞাত দুই তিনজনকে আসামী করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/২৫ আগস্ট ২০২৫/মওম
- Advertisement -