কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২আগস্ট) বিকেলে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী, আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ফজলুল হক মুসুল্লি, সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য শাহাবুদ্দিন, মুজিবুর রহমান, শহিদুল্লাহ কাজী, মিজানুর রহমান খোকন, তোফাজ্জল হোসেন শেখ, মিজানুর রহমান মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নছ মিয়া, ভাওয়ালগড় ইউনিয় যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, ফখরুল প্রধান সহ বিএনপি ও অঙ্গ অসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -