মো : কায়ছার আলী, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬ নং) এখন থেকে রাজবাড়ীর কালুখালী জংশন (ক্রসিং স্টেশন)-এ যাত্রাবিরতি করবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এতে আনন্দের জোয়ার বইছে উপজেলা শহরজুরে।
বুধবার (২১ আগস্ট ২০২৫) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে জারি করা চিঠিতে জানানো হয়, যাত্রীসাধারণের সুবিধার্থে কালুখালী জংশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ০২ (দুই) মিনিট যাত্রাবিরতি অনুমোদন করা হলো।
চিঠিতে উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ রেলওয়ের ১২ আগস্ট ২০২৫ তারিখের প্রেরিত চিঠির প্রেক্ষিতে। দ্রæততম সময়ে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
চিঠিটি মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে বরাবর প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে অনুলিপি পাঠানো হয়েছে, জেলা প্রশাসক, রাজবাড়ী, যুগ্মসচিব (পরিকল্পনা-২ শাখা), রেলপথ মন্ত্রণালয়, উপসচিব (প্রশাসন), রেলপথ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অতিরিক্ত সচিব, রেলপথ মন্ত্রণালয়।
কালুখালী জংশন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এখানে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদনের মাধ্যমে স্থানীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। তবে সময়সূচী কার্যকর করার দায়িত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া এখন বাংলাদেশ রেলওয়ের হাতে।
এতে করে বিকেলে ঢাকাগামী ও সকালে বেনাপোল চেকপোষ্ট হয়ে ভারতে গমনকারী যাত্রীদের অনেক সুবিধা হলো।
স্টপেজ অনুমোদন হওয়ায় কালুখালীর সুশিল সমাজ ও সাধারণ মানুষ রেলপথ মন্ত্রণালয় এবং স্টপেজ বাস্তবায়নের জন্য যারা নিরলসভাবে কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -