আজ মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকের পেশাগত কাজে বাধা দিয়েও শেষ রক্ষা হলো না নামধারী ঔষধ ব্যবসায়ীর!

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া গ্রামে লোটাস ভূঁইয়ার বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিক্রয় অযোগ্য যৌন উত্তেজক ঔষধ বিভিন্ন দোকান ও জনসাধারণের মাঝে সরবরাহ করে আসছিলেন রেজাউল করিম নামে এক নামধারী ঔষধ ব্যবসায়ী।

গত সোমবার (১৮ আগস্ট) এ ঘটনায় অনুসন্ধানে নামে স্থানীয় কয়েকজন সাংবাদিক। অনুসন্ধানকালে জানা যায়, রেজাউল করিমের বাসায় মজুদ রয়েছে বিপুল পরিমাণে এসব বিক্রয় অযোগ্য ঔষধ। সরেজমিনে গিয়ে সত্যতা মেলে সাংবাদিকদের। পরে তারা ঔষধ প্রশাসনকে বিষয়টি অবহিত করলে কর্তৃপক্ষ অভিযানের প্রস্তুতি নেয়।

এসময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দিয়ে উল্টো পুলিশকে খবর দেন রেজাউল করিম। তবে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যায়।

পরবর্তীতে ঔষধ প্রশাসন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌসের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল্লাহ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ ঔষধ জব্দ করা হয় এবং রেজাউল করিমকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাকে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

- Advertisement -

এ বিষয়ে সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আলোকিত প্রতিদিন/এপি  

- Advertisement -
- Advertisement -