খেলাধুলা ডেস্ক, এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। দলের অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদবই। সহঅধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।
নজর ছিল যশস্বী জয়সওয়ালের দিকেও। কিন্তু তাকে ১৫ জনের দলে নেওয়া হয়নি, স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে তাকে।
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া আর শিভাম দুবে। স্পিনিং অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেকে। বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিন বিশেষজ্ঞ পেসারকে নেওয়া হয়েছে এশিয়া কাপের দলে। জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিংয়ের পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানা।
১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। তারা হলেন-প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচজনের মধ্যে কাউকে নেওয়া হবে।